কালের স্বাক্ষী বহনকারী তিতাস নদীর তীরে গড়ে উঠা বাঞ্ছারামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো তেজখালী ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ তেজখালী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ০১নং তেজখালী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৩.৫০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২১,৮৯৩ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৮ টি।
চ) যোগাগোগ ব্যবস্থাঃ
১। পাকা রাস্তা= ১৫ কিঃ মিঃ
২। কাচা রাস্তা= ০৫ কিঃ মিঃ
ছ) দর্শনিয় স্থানঃ
জয়নগর রামকুমারের পরিত্যাক্ত বাড়ি ও পুকুর।
জয়নগরের ঐতিহ্যবাহী বটতলা যেখানে মেলা জমে।
জ) হাট বাজারঃ ৪টি।
ঝ) তেজখালী ইউনিয়নের সাংগঠনিক কাঠামোঃ
১। একজন চেয়ারম্যান।
২। সদস্য ১২ জন।
৩) গ্রাম পুলিশ ১০ জন।
৪) উদ্যোক্তা ২ জন।
ঞ) বর্তমান চেয়ারম্যানঃ
জনাব, তাজুল ইসলাম
ট) কমচারি বৃন্দঃ নাজমুন নাহার (সচিব)।
ঠ) শিক্ষাপ্রতিষ্ঠান।
১। কলেজ নাই।
২। মধ্যমিক বিদ্যলয় ২টি।
৩। নিম্ন মধ্যমিক বিদ্যলয় নাই।
৪। সরকারী প্রথমিক বিদ্যালয় ৯টি।
৫। কিন্ডার গার্টেন ৩টি।
৬। দাখিল মাদ্রাসা ১টি।
ড)ধর্মীয় প্রতিষ্ঠান।
১। মসজিদ-৩৫টি।
২। ঈদগাহ-৭টি।
৩। কবরস্থান-৯টি।
৪। মন্দির-২টি।
৫। আশ্রম-০১টি।
৬। শ্বশান-০১টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস